নয়াদিল্লি, ২১ আগস্ট (হি. স.) : উপাচার্য নিয়োগ নিয়ে মামলায় এখনই এগোতে নারাজ সুপ্রিম কোর্ট। সোমবার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মামলার সব পক্ষকে নোটিস দিতে হবে। দু’সপ্তাহ পরে মামলা।
এর আগে রাজ্যপালের একতরফা অস্থায়ী উপাচার্য মনোনয়নে ক্ষুব্ধ হয়ে রাজ্যপাল হাইকোর্টে মামলা করে। তাতে আইনি রায় রাজ্যপালের পক্ষেই যায়। শনিবার রাতে পাদবপুরে আচার্য-রাজ্যপাল যেভাবে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন, তাতে রাজ্য ফের ক্ষুব্ধ। অনেকের আশা ছিল, এবার সুপ্রিম কোর্ট অন্যরকম রায় দিতেও পারে।
শীর্ষ আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দু’পক্ষ আলোচনায় বসে সমাধানসূত্র বার করা যায় কি না দেখবে। তবে আংশিক সময়ের অস্থায়ী উপাচার্যদের নিয়োগ নিয়ে আচার্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে।
এই মামলায় বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, “স্থায়ী উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় দীর্ঘ দিন চলতে পারে না। কেন শিক্ষামন্ত্রী একটি নামের তালিকা পাঠিয়ে দিলেন? উপাচার্য নিয়োগ নিয়ে দু’পক্ষ কি একসঙ্গে কাজ করতে পারবে না? উপাচার্য নিয়োগে আচার্য না রাজ্য, কে উপযুক্ত কর্তৃপক্ষ, এখন আমরা সেই বিচার করছি না। আপাতত অস্থায়ী উপাচার্যেরা কাজ চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু কী ভাবে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

