শীঘ্রই রাজ্যে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী

আগরতলা,২১ আগস্ট :শীঘ্রই রাজ্যে আসছেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী। আজ প্রদেশ কংগ্রেস ভবনে বিধায়ক সুদীপ রায় বর্মনকে সর্বভারতীয় কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির আমন্ত্রিত স্থায়ী সদস্য হিসেবে নিযুক্ত করায় দলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ওই অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে একথা বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন।

তাঁর কথায়,কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী মনিপুর পরিদর্শন করে  রাজ্যে এসে উদয়পুর ত্রিপুরেশ্বরী পুজো দিতে যাবেন।