পরীক্ষা দিতে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা তীব্র গতির গাড়ির ধাক্কায় গুরুতর আহত ছাত্রী

ধলাই, ২১ আগস্ট(হি. স.)বছর বাঁচাও পরীক্ষায় বসতে কলেজে সহপাঠী সহ যাবার পথে গুরুতর জখম কমলপুর কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটে কমলপুর – আমবাসা সড়কের শিববাড়ি এলাকায় ।

জানা গেছে সোমবার বেলা দশটা নাগাদ মহকুমায় দেবী ছড়া এলাকার বাসিন্দা তথা কমলপুর সরকারি ডিগ্রি কলেজের চতুর্থ সেমিস্টারের দুই ছাত্রী পায়েল দাস তাঁর বান্ধবীকে নিয়ে টিআর ০৪এ৮০৬১ নম্বর স্কুটি চেপে ফিলোসফি বিষয়ের বছর বাঁচাও পরীক্ষা দিতে কলেজ আসছিলেন । ওনারা যখন শিববাড়ি এলাকায় আসেন তখন বিপরীত দিক থেকে ছুটে আসা টিআর ০৪ ৩০১৯ নম্বরের ম্যাজিক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় । সংঘর্ষে ছিটকে পড়েন দুই ছাত্রী । গাড়ি নিয়ে পালায় চালক । স্থানীয়রা দুজনকে কমলপুর হাসপাতালে পাঠান । খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বাড়ির লোকজন । পরীক্ষা করে ডাক্তারবাবু জানান পায়েল দাসের হাত এবং পা এর হাড় ভেঙেছে । রক্তাক্ত দেহে তাকে পাঠানো হয় জেলা হাসপাতালে। পায়েলের মা কান্নায় ভেঙে পড়েন । সঙ্গী স্কুটি আরোহী ছাত্রী ঘটনা সম্পর্কে জানান । পায়েলের মামা কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন যাতে এই ভয়াবহ বিপর্যয়ের প্রেক্ষাপটে পায়েলকে পরীক্ষার সুযোগ বাড়িয়ে দেন তারা ।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । প্রশ্ন ওঠেছে কেন যানবাহনের চলাচল ও গতি নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে না প্রশাসন ও পুলিশ । কেন বাড়ছে না জনসচেতনতা ।