ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। ফুটবলপ্রেমীরা এখন মাঠমুখী হয়েছেন। কোভিড আবহের পর রেকর্ড সংখ্যক দর্শকাগম হয়েছে মাঠে। ফুটবল টুর্নামেন্টের আয়োজক ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনও ভীষণভাবে খুশি, ফুটবল মাঠের সুদিন পুনরায় ফিরে আসছে বলে। এমনকি আজ, রবিবার মেডিকেডস রেডক্লীফ ল্যাব – রাখাল মেমোরিয়াল শিল্ড ফুটবলের ফাইনাল ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দীর্ঘক্ষণ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার পাশাপাশি প্রত্যাশিত দর্শকাগমের দৃশ্য প্রত্যক্ষ করে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। বলা বাহুল্য, য়রাখাল শিল্ড ফুটবলে এবছর চ্যাম্পিয়ন হলো এগিয়ে চল সংঘ। রানার্স রামকৃষ্ণ ক্লাব। নির্ণায়ক ম্যাচটি সম্পন্ন হবার পর মাঠেই হলো পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন টি এফ এ-র সভাপতি প্রণব সরকার, সচিব অমিত চৌধুরী, স্পন্সরর মেডিকেডস রেডক্লীফ ল্যাব-এর কর্ণধার কিশলয় ঘোষ, টিএফএ-র অন্যান্য কর্মকর্তা সহ নিউজ প্রাইম ত্রিপুরার কর্নধারের মাতা বিজলী ভৌমিক প্রমূখ। ফাইনালের সেরা ফুটবলারের পুরস্কার স্পনসর করলো নিউজ প্রাইম ত্রিপুরা। সেরা ফুটবলার হলেন এগিয়ে চল-র গোলরক্ষক বুদ্ধ দেববর্মা। তার হাতে সুদৃশ্য ট্রফি তুলে দিলেন নিউজ প্রাইম ত্রিপুরার হয়ে বিজলী ভৌমিক। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। একই সঙ্গে টি এফ এ-র তরফে রেফারীদেরও স্মারক দিয়ে সম্মাননা জানানো হলো।
2023-08-20

