ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।।আগামী সেপ্টেম্বর মাসে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার জন্য ত্রিপুরা রাজ্য দল গঠন করার জন্য ইতোপূর্বে একটি নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়েছিল। সেই শিবিরে কিছু সংখ্যক খেলোয়াড় অংশ নিতে পারেনি। সেই সব জুনিয়র খেলোয়াড়দের পুনর্বার নির্বাচনী শিবিরে অংশ নিতে আরও একটি সুযোগ করে দিতে আগামী ২২শে আগস্ট সকাল ১০ টায় স্থানীয় ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবে আরও একটি নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ইচ্ছুক খেলোয়ারদের শিবিরে উপস্থিত হয়ে ব্যাডমিন্টন কোচ অনুভা পাল চৌধুরীর কাছে রিপোর্ট করতে বলা হচ্ছে। শিবিরে উপস্থিত থাকার জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। তবে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার আইডি থাকা আবশ্যক। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সচিব সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2023-08-20

