ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।।
জয় পেলো নবজয় পাড়া। ৭-১ গোলে বিধ্বস্ত করলো চন্দ্র সিং পাড়াকে। ব্রু সংসোনাই মথৌ ক্লাব আয়োজিত ‘ব্রু চ্যালেঞ্জার কাপ’ ফুটবল প্রতিযোগিতায়। করবুক মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার মানিক জমাতিয়ার কাছেই কার্যত হারতে হয় চন্দ্র সিং পাড়াকে। মানিক একাই হ্যাটট্রিক সহ ৫ টি গোল করেন। অপর গোলটি করেন জোরা কুমার জমাতিয়া। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন সুব্রত রিয়াং।
2023-08-18