বালুরঘাট, ১৭ আগস্ট (হি. স.) : যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে বালুরঘাট কলেজে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল ছাত্র পরিষদ। বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু হয়, যা চলে বিকেল ৩টে পর্যন্ত। এদিন অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ, সহ সভাপতি রোহন চক্রবর্তী সহ অন্যান্য ছাত্র নেতারা।
যাদবপুর বিশ্ব বিদ্যালয়ে যেভাবে এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদে বালুরঘাটে সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এছাড়া বুধবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিকে ডেপুটেশন দিতে গিয়ে হেনস্তার মুখে পড়তে হয়। এই সবের প্রতিবাদে এদিন বালুরঘাট কলেজের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়। বালুরঘাট কলেজের পাশাপাশি গঙ্গারামপুর কলেজেও একই রকম অবস্থান বিক্ষোভ কর্মসূচি করা হয়। এদিন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ছাত্র নেতারা।