আগরতলা, ১৭ আগস্ট : বৃহস্পতিবার রাজপথে মিছিল সংগঠিত করে ধনপুর কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী বিন্দু দেবনাথ মনোনয়ন পত্র দাখিল করেছেন।এদিন সোনামুড়ার রিটানিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
এদিন প্রতিমা ভৌমিক দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে দুটি বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনিত প্রার্থীরা।
তার কথায়,সাধারণ মানুষ ধনপুরে দ্বিতীয়বারের জন্য বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন।তাছাড়া এবার উপভোটে বক্সনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করবেন।কারণ, জনগণ এয়োদশ বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রে সিপিএমের প্রার্থীকে বিজয়ী করে নিজেদের ভুল বোঝাতে পেরেছেন। তাই উপভোটে বিজেপি প্রার্থীকে জয়ী করে নিজেদের ভুল সংশোধন করে রাজ্যে ইতিহাস সৃষ্টি করবে।