ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। রাজ্য দল ঘোষিত। আগামী ২৮ আগস্ট থেকে ১লা সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির কে.ডি যাদব স্টেডিয়ামে ইনডোর হলে জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ বালক-বালিকা উভয় বিভাগে ত্রিপুরা দল অংশ নেবে বলে স্থির হয়েছে। সে অনুযায়ী অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের এডহক কমিটির আহবানে উপযুক্ত জুডোকারা আজ, বৃহস্পতিবার বাধারঘাটস্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে জুডো হলে সিলেকশন ট্রায়ালে উপস্থিত হলে তাদের থেকে ১৩ সদস্য বিশিষ্ট রাজ্য দল বাছাই করা হয়েছে। বালক বিভাগে রিক্সন দেববর্মা, উত্তম সরকার, সম্রাট মল্ল, তমাল ত্রিপুরা, গকুল শর্মা, জোসেফ লাল নুন ফেলা ডারলং; বালিকা বিভাগে রেহানা ত্রিপুরা, সুহেতা দাস, নমিতা কলৈই, দেবরি ডার্লং, হেমা দেবী চাকমা, দীপা নমঃশূদ্র, সুমি মগ নির্বাচিত হয়েছে। সিলেকশন ট্রাইলে অন্যান্যদের মধ্যে রবীন্দর দেব, স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। যথাসময়ে রাজ্য দল দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবে বলে অল ত্রিপুরা জুডো এসোসিয়েশন এডহক সিলেকশন কমিটির চেয়ারম্যান প্রণব মজুমদার এবং কনভেনার দেবাশীষ ভট্টাচার্য এক বিবৃতিতে বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।
2023-08-17