আগরতলা, ১৬ আগস্ট: দীর্ঘ দিন যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা।কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না পূর্ত দপ্তর।অবশেষে আজ সকালে খোয়াই – চাম্পাহওর সড়ক পথ অবরোধ করেন গ্রামবাসী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাাসী।
অভিযোগ,দীর্ঘ ৫ বছর ধরে জাম্বুরা গ্রাম পঞ্চায়েত এলাকা ও পূর্ব গণকীর এলাকায় রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে।একাধিকবার প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি।