আগরতলা , ১৬ আগস্ট : রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আজ সকালে ঋষ্যমুখের রতনপুর এলাকার স্থানীয় মানুষ রেল লাইনের ওপর এক ব্যক্তির দেহ দেখতে পায়। সাথে সাথে স্থানীয় মানুষ মৃতদেহ সনাক্ত করে খবর দেয় মৃত ব্যক্তির পরিবার ও বিলোনিয়া থানায়।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিলোনিয়া হাসপাতালে পাঠিয়েছে।
জানা যায়, মৃত ব্যক্তি শান্তির বাজার লটুয়াটিলা এলাকাযর বাসিন্দা রবীন্দ্র দেবনাথ।মৃত ব্যক্তির ছেলে জানান,গতকাল সাড়ে চারটা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল তাঁর বাবা। সন্ধ্যার পরে বাড়িতে ফিরে না আসার পর ছেলে সহ তার পরিবারের সদস্যরা খোঁজা খুঁজির শুরু করার কয়েক ঘন্টার পর ছেলের কাছে খবর আসে রবীন্দ্রের মৃত দেহ রেল লাইনের উপর পরে আছে। বাড়িতে কোন ঝগড়া ঝাটি ছিল না । তারপরেও কেন যে এই ঘটনা ঘটলো তা জানা নেই। তবে এই ঘটনা কি রেল দূর্ঘটনা নাকি আত্মহত্যা তদন্তে নেমেছে পুলিশ।