আগরতলা, ১৬ আগস্ট: আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে ভারত বাংলা মৈত্রী সেতু।শীঘ্রই সাব্রুম মৈত্রী সেতুর উপর দিয়ে যাতায়াত শুরু হয়ে যাবে।আজ সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে দক্ষিন জেলার জেলা শাসকের উপস্থিতিতে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ জানান,আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে ভারত বাংলা মৈত্রী সেতু।শুরু হয়ে যাবে সেতুর উপর দিয়ে দুদেশে যাতায়াতের ব্যবস্থা।মূলত প্রস্ততি নিয়ে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
এদিন বৈঠক শেষে সাব্রুমের মৈত্রী সেতু ও আইসিপি পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক , এল পি এ আই এর চেয়ারম্যান ও বিএসএফ এর উচ্চতা আধিকারিক সহ অন্যান্য আধিকারিক।

