বিজেপি মনোনিত প্রার্থী তফাজ্জল হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করেন 

আগরতলা,১৬ আগস্ট: বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তফাজ্জল হোসেনকে মনোনিত করায় আজ কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে।

এ বিষয়ে বিজেপি প্রাথী তফাজ্জল হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করেন, উপনির্বাচনে বিশ্বাস করে তাকেঁ প্রার্থী হিসেবে মনোনিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।বক্সনগর কেন্দ্রের সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে তাঁকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাবেন।