অ্যাম্বুলেন্স চালকের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন গর্ভবতী মহিলা

আগরতলা , ১৬ আগস্ট : গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যাম্বুলেন্স চালকের বুদ্ধিমত্তার জন্য ওই হাসপাতালের চিকিৎসক গর্ভবতী মহিলার প্রসব করাতে সফল হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, প্রসবের জন্য মহিলাকে বিলোনিয়া থেকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসার সময় অ্যাম্বুলেন্সের মধ্যেই অবস্থা সংকটজনক হয়ে পড়ে। তখন অ্যাম্বুলেন্স চালক বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে রোগীকে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।তারপর চিকিৎসক সাথে সাথে মহিলার প্রসব করেন।

হাসপাতালে চিকিৎসক সপ্তদ্বীপ দাস জানান, রোগীকে গোমতী জেলা হাসপাতালে রেফার করার মত অবস্থা ছিল না। স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যথারীতি দুইটি কন্যা সন্তানের জন্ম দেয় ভোর ছয়টা ১৫ মিনিটে নাগাদ। বর্তমানে মা ও দুই কন্যা সন্তান বর্তমানে সুস্থ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *