নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দিল্লি কংগ্রেসের সদর দফতরে ৭৭-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালিত হয়। কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন। পরে নিজস্ব বক্তৃতায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী পন্ডিত নেহেরুজি ইস্পাত কারখানা স্থাপন করেছিলেন, পাবলিক সেক্টর ইউনিট তৈরি করেছিলেন, দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছিলেন। এছাড়াও তিনি আইআইটি, আইআইএম, এআইআইএমএস, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরো প্রতিষ্ঠা করেন এবং দেশে পরমাণু গবেষণার ভিত্তি স্থাপন করেন।”
বর্তমান সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে খাড়গে বলেছেন, “সরকার বিরোধীদের কণ্ঠরোধ স্তব্ধ করার চেষ্টা করছে। সংসদে বিরোধী সাংসদদের সাময়িক বরখাস্ত করা হচ্ছে।” প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে গরহাজির ছিলেন।