লখনউ, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার সকালে লখনউ-তে নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৭৭-তম স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা এখন নতুন ভারত প্রত্যক্ষ করছি।”
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “আমরা এখন একটি নতুন ভারত প্রত্যক্ষ করছি। আমাদের সংস্কৃতি বরাবরই ‘মাতা ভূমি পুত্র আমরা প্রতিজ্ঞা’। এই ভূমিকে আমরা কখনও মাটির টুকরো মনে করিনি, বরং মায়ের মর্যাদা দিয়েছি।”