(আপডেট) সোলানে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১

সিমলা, ১৪ আগস্ট (হি.স.) : হিমাচলপ্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ । জলের তোড়ে ভেসে ও ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ২১ জনের। কোনওমতে উদ্ধার করা হয়েছে ছয়জনকে। অন্যদিকে, সিমলা শহরে ভারী বৃষ্টির কারণে একটি শিব মন্দির ভেঙে পড়ায় নয়জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে, যার কারণে রাজ্য জুড়ে ৪৫২টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত স্কুল-কলেজও বন্ধ রাখা হয়েছে।

বৃষ্টিতে বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে। জলে ভেসে গিয়েছে গাড়িও। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার সোলান জেলার মামলিঘ গ্রামে মেঘভাঙা বৃষ্টি নামে। দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়। পরে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১। কমপক্ষে ২টি বাড়ি ও একটি গোয়াল ঘর জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছে।
মেঘভাঙা বৃষ্টিতে মৃত্য়ুর খবর পেয়েই শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সোমবার তিনি টুইট করে শোক প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারি সহায়তা প্রদানের কথা জানিয়েছেন তিনি। নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর কার্যালয়।
মৌসম ভবনের তরফে আগামী তিনদিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির কারণে সোমবার রাজ্যের সমস্ত স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ধসের জেরে ৪৫২টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এরমধ্যে মান্ডি জেলাতেই ২৩৬টি রাস্তা বন্ধ। সিমলায় ৫৯টি ও বিলাসপুরে ৪০টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের জেরে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *