রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ১৪ আগস্ট : মন্ত্রী টিংকু রায়ের নিজ বিধানসভা কেন্দ্রের হালাইরপাড় এবং ছনতৈল গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে।রাস্তার বেহাল দশার কারণে, রাস্তার উপর দিয়ে পথচারীরা পায়ে হেঁটেও চলাফেরা করতে পারছেন না। অবশেষে আজ সকালে পথ অবরোধে নামলেন বলে গ্রামবাসীরা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাাসী।

অভিযোগ,একাধিকবার গ্রামবাসীরা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ শাসক দলের প্রভাবশালী নেতাদের জানানোর পরও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি।তারপর শেষ পর্যন্ত গ্রামবাসীরা স্থানীয় পূর্ত দপ্তরের আধিকারিক সহ মহকুমাশাসক এবং জেলাশাসককে কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানোর পরও রাস্তা সংস্কারের কাজ শুরু হয়নি।