নেপালে ধুমধাম করে পালিত হল ভারতীয় উৎসব

কাঠমাণ্ডু, ১৪ আগস্ট (হি.স.) : নেপালে ভারতীয় দূতাবাসে ‘ভারত মহোৎসব’ অত্যন্ত আড়ম্বরে পালিত হল।সোমবার নেপালে বসবাসরত ভারতীয়দের সংগঠন ইন্ডিয়ান সিটিজেন অ্যাসোসিয়েশন অফ নেপাল (আইসিএএন) এবং ভারতীয় দূতাবাস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় বলে জানা গিয়েছে।

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দূতাবাসের প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে প্রায় ২,৫০০ জন অংশগ্রহণ করেছিলেন। উৎসবে অংশ নিতে ভারত থেকে আসেন গায়ক হেমন্ত ব্রিজবাসী। তাঁর গান সকলকে মুগ্ধ করে। কাঠমান্ডুর কেন্দ্রীয় বিদ্যালয়, ডিএভি স্কুল এবং মডার্ন ইন্ডিয়ান স্কুলের শিক্ষার্থীদের উপস্থাপনাও ভারত মহোৎসবের আকর্ষণ ছিল। আইসিএএন গত চার বছর ধরে নেপালে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) প্রসন্ন শ্রীবাস্তব বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের উৎসবের আয়োজন এখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের পরিবারের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *