নয়াদিল্লি, ১৪ আগস্ট(হি.স.): আফগানিস্তান দলের সঙ্গে যুক্ত হলেন এক ভারতীয় ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড বরোদার প্রাক্তন উইকেটকিপার মিলাপ মেওয়াদাকে সিনিয়র দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করেছে। বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য মেওয়াদাকে মাত্র একটি ম্যাচের জন্য আফগানিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। সিরিজ শেষ হওয়ার পর আফগান ক্রিকেট বোর্ড তাঁর চুক্তি ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
শোনা যাচ্ছে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপের দিকে চেয়ে ব্যাটিং বিভাগকে আরও ঝকঝকে করে তোলার দায়িত্ব থাকবে মিলাপ মেওয়াদার উপর। এবারের বিশ্বকাপ হচ্ছে ভারতে। তাই এমন পরিস্থিতিতে মেওয়াদারের অভিজ্ঞতা কাজে লাগতে চাইছে আফগান ক্রিকেট বোর্ড । তাই তাঁকে এই দায়িত্ব তুলে দিয়েছে তারা।