আগরতলা ,১৪ আগস্ট : গৌরবের স্বাধীনতা দিবসকে সামনে রেখে হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে এক বাইক রেলির আয়োজন করে করমছড়া বিজেপি যুব মোর্চা। করমছড়া বিধানসভার বিভিন্ন পথ পরিক্রমা করে এই তিরঙ্গা বাইক রেলি । পাশাপাশি ট্রেডিশনাল ড্রেসে জনজাতি মহিলা মোর্চার সদস্যরা তিরঙ্গা হাতে এই বিধানসভার পাহাড়ি জনপদ গুলি পায়ে হটে পরিক্রমা করেন। আজকের এই তিরঙ্গা রেলিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য যুবমোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেবর্বমা, রাজ্য জনজাতি মোর্চার সম্পাদক জয়বাহাদুর রুপিনি, করমছড়া যুবমোর্চা মন্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তারা।
2023-08-14