ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ঐতিহ্যবাহী রামকৃষ্ণ ক্লাবও প্রস্তুত রাখাল শীল্ডের নকআউট ম্যাচের জন্য। রবিবার থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের রাখাল মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে । আগামীকাল দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী রামকৃষ্ণ ক্লাব খেলবে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে। সন্ধ্যায় নিজেদের ক্লাব গৃহে জার্সি প্রদান অনুষ্ঠানে ক্লাবের খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। রামকৃষ্ণ ক্লাবের খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেছে মেসার্স লোকনাথ, পুষ্পাঙ্গন বিয়ে বাড়ি এবং কালি ব্রিকস যৌথভাবে। উল্লেখ্য, রাজ্যের ও বহি:রাজ্যের খেলোয়াড়দের নিয়ে সমৃদ্ধ ক্লাব টিমের মূল লক্ষ্য মাঠে ভালো খেলা উপহার দেওয়া। মণিপুরের সাতজন এবং স্থানীয় ১১ জন ফুটবলার নিয়ে সমৃদ্ধ পুরো টিমকে প্রায় ১৫ দিন ধরে দারুন ভাবে প্র্যাকটিস করিয়ে নিজেদের মধ্যে বেশ বোঝাপড়া তৈরি করে নিয়েছেন কোচ কৌশিক রায়। আশা করছেন মাঠে ভালো খেলার পাশাপাশি দল দারুন সাফল্যও পাবে। খেলোয়াড়রাও বেশ কটা প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পুরোটা ক্লাবের জন্য উজাড় করে দেবে বলে ক্লাব কর্মকর্তাদের কাছে অঙ্গীকার করেছেন। জার্সি প্রদান অনুষ্ঠানে রামকৃষ্ণ ক্লাবের পক্ষে অমিত দেব এবং ক্লাব সম্পাদক কুশল দাস প্রমূখ খেলোয়াররা দর্শকদের নয়নাভিরাম খেলা উপহার দেবেন বলে আশা প্রকাশ করছেন। কুমার সপ্তম ঘোষের নেতৃত্বাধীন রামকৃষ্ণ ক্লাবের ফুটবল টিম আগামীকাল মাঠেই নিজেদের প্রথম ম্যাচ জাত চেনাতে বদ্ধপরিকর। এদিকে আগামীকাল খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের আগমন ঘটবে বলে ফুটবল প্রেমীদের অনুমান।
2023-08-13