রাখাল শিল্ড :‌ ছিটকে গেলো জুয়েলস টাই ভেঙ্গে সেমিফাইনালে বীরেন্দ্র

বীরেন্দ্র ৭ (‌২)                                                                        জুয়েলস-‌৫(‌‌২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট।।কিক অফ দ্য পেনাল্টি স্পটে জয় তুলে নিয়ে সেমিফাইনালে বীরেন্দ্র ক্লাব। শতবর্ষের পুরনো ওই ক্লাবটি রাখাল শিল্ডের প্রথম ম্যাচে জুয়েলস অ্যাসোসিয়েশনকে হারিয়ে শেষ চারে উঠে। নির্ধারিত সময়ে দুদলের লড়াই ছিলো‌‌ ১-‌১। অতিরিক্ত সময়েও দু-‌দল একটি করে গোল করে। ফলে ম্যাচের জয় পরাজয় নিশ্চিত করতে টাইব্রেকারের সাহায্য নিতে হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে খেলার শুরু থেকে স্থানীয়দের নিয়ে গড়া বীরেন্দ্র ক্লাবের ফুটবলাররা কিছুটা পরিকল্পিত ফুটবল খেলতে থাকে। অপরদিকে রাজ্য এবং বর্হি রাজ্যের ফুটবলারদের নিয়ে গড়া জুয়েলস অ্যাসোসিয়েশন শুরু থেকেই কিছুটা অগোছালো ফুটবল খেলতে থাকে। ওই সুযোগকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত আক্রমণ থেকে ম্যাচের ৩২ মিনিটে গোল করে যান বীরেন্দ্র-‌র এনোকা ডার্লং। তঁার দেওয়া গোলেই ১-‌০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বিজয়ী দল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য জুয়েলসের ফুটবলাররা ভালো ফুটবল খেলতে থাকে। বেশ কয়েকটি সুযোগ পেয়ে যায়। কিন্তু গোল করতে ব্যর্থ হন আক্রমণভাগের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমে ২৫ মিনিটে দলকে সমতায় নিয়ে আসেন বীরনারায়ন জমাতিয়া। এরপর কোনও দলই গোল করতে না পারায় নির্ধারিত সময় শেষ হয় ১-‌১ অবস্থায়। নকআউট ফুটবলের নিয়মানুযায়ি শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আবার গোল পেয়ে যায় বীরেন্দ্র। দলের পক্ষে বত্রসাধন জমাতিয়া গোল করে ব্যবধান ২-‌১ করেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে জুয়েলসকে লড়াইয়ে ফেরান ডাবর মেইতি। অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় অমিমাংশিতভাবে। খেলা গড়ায় টাইবরেকারে । বীরেন্দ্র পক্ষে ৫ জন ফুটবলারই গোল করতে সক্ষম হন। অপরদিকে জুয়েলসের পক্ষে লিয়ান মুইয়া ডার্লং বল বাইরে মারেন। ফলে জয় নিশ্চিত হয় বীরেন্দ্র ক্লাবের। এ জয়ের ফলে শিল্ডের প্রথম সেমিফাইনালে বীরেন্দ্র ক্লাব বৃহস্পতিবার লড়াই করবে গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘের বিরুদ্ধে। এদিনের ম্যাচে বীরেন্দ্র ক্লাবের জয় ধরা দেয় তঁাদের ফুটবলারদের লড়াকু মানসিকতার ফলে। শুরু থেকেই হার না মানা মানসিকতা নিয়ে লড়তে থাকে বর্হি রাজ্যের ফুটবলার সমৃদ্ধ জুয়েলসের বিরুদ্ধে। রাজ্যের ফুটবলারদের নিয়েও মাঠ থেকে জয় নিয়ে ফেরা যায় এদিন প্রমান করলেন প্রশিক্ষক সুবোধ দেববর্মা। ম্যাচ শুরুর আগেই তিনি জানিয়েছিলেন রাজ্যের ফুটবলারদের নিয়েই ভিনরাজ্যের ফুটবলারদের হারানো যায়। এদিন কিন্তু মাঠে সেটাকে বাস্তবে রূপ দিলেন বীরেন্দ্র প্রশিক্ষক। একসাথে অনেকদিন ফুটবল খেলার ফসল তুললো বীরেন্দ্র। অপরদিকে পরাজয়ের জন্য দলীয় ফুটবলারদের বোঝাপড়ার অভাবকেই দাবি করলেন জুয়েলস প্রশিক্ষক আবু তাহের। তবে লিগে দল বেশ ভালো খেলবে সেই আশারবাণী শুনিয়েই মাঠ ছাড়লেন জুয়েলস প্রশিক্ষক। খেলা পরিচালনা করেচেন সত্যজিৎ দেবরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *