ডিফু (অসম), ১৩ আগস্ট (হি.স.) : কারবি আংলঙে নির্মাণ সংস্থার একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনা আজ রবিবার ভোরের দিকে পশ্চিম কারবি আংলং জেলার অন্তর্গত হাওয়াইপুর গ্রামে সংঘটিত হয়েছে। প্ৰাপ্ত খবরে জানা গেছে, এনকে কোম্পানি নামের এক নির্মাণ সংস্থা খেরনি-লামসাখাং সংযোগী সড়ক প্রকল্পের কাজ করছে। সংস্থার একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটে রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় মিশ্রণ তৈরির কাজ চলছিল। কিন্তু আজ ভোরে মিশ্রণ তৈরির সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
আগুনে মেশিনের একটি অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির ফলে ম্যানুফ্যাকচারিং ইউনিটের মেশিনে আগুন ধরেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ফায়ার সার্ভিস চলে যাওয়ায় তা ছড়াতে পারেনি। ফলে নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত অন্য সরঞ্জাম রক্ষা পেয়েছে।