রুদ্রপ্রয়াগ, ১২ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডে ভূমিধস কবলিত এলাকা থেকে আরও দু’টি দেহ উদ্ধার করল প্রশাসন। সবমিলিয়ে মোট দেহ উদ্ধারের সংখ্যা বেড়ে হল ৭। প্রবল বৃষ্টির জেরে গত ৩-৪ আগস্টের মধ্যবর্তী রাতে রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুণ্ডে ভূমিধসের ঘটনা ঘটে। তলিয়ে যায় তিনটি দোকান, যে দোকানগুলি মন্দাকিনী নদী থেকে মাত্র ৫০ মিটার ওপরেই ছিল। পরবর্তী দিনই উদ্ধার হয়েছিল ৫টি দেহ, আর শনিবার উদ্ধার হয়েছে আরও দু’টি দেহ। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।
অন্যদিকে, শনিবার সকালে রুদ্রপ্রয়াগ জেলাতেই রাস্তা থেকে ধ্বংসাবশেষ সরানোর সময়, ধ্বংসাবশেষের নীচে একটি গাড়ি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। সেখানে পাঁচটি দেহ উদ্ধার হয়েছে। রুদ্রপ্রয়াগ জেলার চৌকি ফাটার অন্তর্গত তারসালির ঘটনা। মৃতদের মধ্যে একজন গুজরাটের বাসিন্দা। তাঁরা কেদারনাথ যাচ্ছিলেন, সেই সময় গত বৃস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে।