গান্ধীধাম, ১২ আগস্ট(হি.স) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের সফরে শনিবার গুজরাটে পৌঁছেছেন। আজ, শনিবার সকাল ১১টায় তিনি গান্ধীধামের কান্দলা বন্দরে ইফকোর ন্যানো ডিএপি (তরল) প্ল্যান্টের ভূমিপূজো করেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
ন্যানো ডিএপি-র সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, ন্যানো ডিএপি দেশের স্বনির্ভরতা অভিযানকে শক্তিশালী করবে। দেশের প্রখ্যাত বিজ্ঞানী ড. বিক্রম সারাভাইকে তাঁর জন্মদিনে স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, সারাভাইয়ের জন্যই দেশে শিল্প-বিপ্লব ঘটেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুষ্ঠানে বলেন, কেন্দ্রীয় সরকারের লক্ষ্য দেশের কৃষকদের সমৃদ্ধ করা। এই লক্ষ্যে ইফকোও আমাদের সঙ্গে রয়েছে। শাহ বলেন, সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধির স্লোগান দেওয়া হয়েছে। নতুন এই প্লান্টে বড় পরিসরে ডিএপি উৎপাদন করা হবে। যাতে কৃষকরা উপকৃত হন। ন্যানো ডিএপি, ন্যানো ইউরিয়া তরল উৎপাদন বাড়বে। তিনি আরও বলেন, এই তরল মাটির ভিতরে যায় না, গাছের ভিতরে যায়। এতে পৃথিবীর কোনও ক্ষতি হয় না। এটি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জমি সংরক্ষণও হবে।
শাহ আরও বলেন, এর ব্যবহার বাড়ালে সার আমদানি কমানো যাবে এবং সার উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে। ভারত বিশ্বকে প্রাকৃতিক চাষের পথ দেখিয়েছে। এতে ভারতের কৃষক সহ বিশ্বের সকলের উপকার হবে।
ভর্তুকি সঞ্চয়ের বিষয়ে শাহ বলেন, এই সারের কারণে ১০,০০০ কোটি টাকার ভর্তুকি সাশ্রয় হবে। এই কারণে কৃষকদের বোঝা উচিত যে সরকার ভর্তুকি বাঁচাতে চায় না, বরং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য বাজেট তৈরি করেন। এই সংরক্ষিত পরিমাণ অর্থ এতে ব্যবহার করা হবে। এর সুফল শুধু কৃষকরাই পাবেন।