নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): অযোধ্যা ক্যান্টনমেন্ট-দিল্লি এক্সপ্রেস ট্রেনের (১৪২০৫) নাম পরিবর্তন করে ফেলল ভারতীয় রেল। নতুন নাম রাখা হয়েছে অযোধ্যা এক্সপ্রেস। শনিবারই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। অযোধ্যা ক্যান্টনমেন্ট-দিল্লি এক্সপ্রেস ট্রেনটি অযোধ্যা ক্যান্টনমেন্ট এবং পুরানো দিল্লি জংশনের মধ্যে চলে।
এই ট্রেনটির ১১টি স্টপেজ রয়েছে, সেগুলি হল- অযোধ্যা ক্যান্টনমেন্ট, দরিয়াবাদ, বারাবাঙ্কি জংশন, লখনউ, শাহজেহানপুর, বরেলি, রামপুর, মোরাদাবাদ, হাপুর, গাজিয়াবাদ ও দিল্লি। এই এক্সপ্রেস ট্রেনের নাম পরিবর্তন করে এবার রাখা হল অযোধ্যা এক্সপ্রেস।

