জুয়েলস অ্যাসো: ও বীরেন্দ্র ক্লাবের ফুটবলারদের হাতে জার্সি প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাবও প্রস্তুত রাখাল শীল্ডের উদ্বোধনী ম্যাচের জন্য। আগামীকাল থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত রাখাল মেমোরিয়াল নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে ঐতিহ্যবাহী বীরেন্দ্র ক্লাব খেলবে জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে। বীরেন্দ্র ক্লাব ও জুয়েলস এসোসিয়েশন পৃথক পৃথক দুটো জার্সি প্রদান অনুষ্ঠানে ক্লাবের খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। ‌ জুয়েলস এসোসিয়েশনের খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেছে ইমাজিন গ্রাফিক্স। অপরদিকে বীরেন্দ্র ক্লাবের খেলোয়াড়দের জার্সি স্পন্সররে এগিয়ে এসেছেন ক্লাবের সদস্য ভানু লাল দাস। উল্লেখ্য, রাজ্যের ও বহিরাজ্যের খেলোয়াড়দের নিয়ে সমৃদ্ধ জুয়েলস এসোসিয়েশনের মূল লক্ষ্য মাঠে ভালো খেলা উপহার দেওয়া। স্যামুয়েল, পিটার, মাইতি কৃষ্ণ কুমার, পহর, শক্তি, বীরনারায়ণ, লাল নুন, রাজদীপ, শান্তালাল, কিষান, শান্তি সাধন, বিলাস, বিপ্লব নিজেদের পুরোটা ক্লাবের জন্য উজাড় করে দেবে বলে আজও প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছেন। এদিকে পুরোপুরি রাজ্যের খেলোয়াড়দের নিয়ে গড়া বীরেন্দ্র ক্লাবের দলকে নেতৃত্ব দেবেন শাসন কুমার জমাতিয়া। সহকারী থাকবে লালনুন  ডারলং। এছাড়া অন্যান্য খেলোয়াড়রা সান্তাজয় অরণ্য সাধন, এনোকা, বিকন, রাজেন্দ্র, বনবীর, সহদেব, ধন্য সদন বত্রসাধন, মনীষ, প্রভাত প্রত্যেকে ভালো খেলবে বলে কথা দিয়েছে। আগামীকাল মাঠেই দুদলের খেলা দেখতে বেশ দর্শকের আগমন ঘটবে বলে অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *