গুয়াহাটি, ১২ আগস্ট (হি.স.) : কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেট লুপ্ত করতে রোড ওভার ব্রিজ (আরওবি), রোড আন্ডার ব্রিজ (আরইউবি) নির্মাণ করছে ভারতীয় রেলওয়ে। সবগুলি জোনে আরওবি এবং আরইউবি ধারাবাহিক প্রক্রিয়ায় চলবে। ট্রেন পরিচালনা, ট্রেন চলাচলে সুরক্ষার ক্ষেত্রে, ট্রেনের গতিশীলতা পথচারীদের উপর এর প্রভাব ইত্যাদির ওপর ভিত্তি করে লেভেল ক্রসিং (এলসি) লুপ্ত করার পদক্ষেপ নিয়েছেন ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ খবর দিয়ে জানান, ২০১৪ থেকে ২০২৩-এর সময়সীমায় মোট ১,৬৫৪টি আরওবি ও ৯,২১৩টি আরইউবি সম্পূর্ণ করা হয়েছে। সবগুলি জোনে এর জন্য ব্যয় করা হয়েছে ৩০,৬০২ কোটি টাকা।
২০২৩ সালের ২৫ জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী সবগুলি জোনাল রেলওয়েতে মোট ১,৮৬৩টি আরওবি ও ২,৪৯০টি আরইউবি অনুমোদন করা হয়েছে যা পরিকল্পনা ও বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ২০১৪-২০২৩ (৩১ মে ২০২৩ পর্যন্ত) সময়সীমায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন রাজ্যে মোট ১১৯টি আরওবি ও ৫৩২টি আরইউবি নির্মাণ করা হয়েছে। যার ফলে ট্রেন চলাচলের সুরক্ষা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, বলেন তিনি।
সব্যসাচী দে আরও জনান, ট্রেন পরিচালনার ক্ষেত্রে সুরক্ষা উন্নতীকরণ, গতিশীলতার বৃদ্ধি ও রোড ক্রসিঙের কাজগুলি ত্বরান্বিত করার জন্য ভারতীয় রেলওয়ে নতুন নীতি জারি করেছে। লেভেল ক্রসিং গেটগুলি লুপ্ত করা হলে রেল ও সড়কপথের সাথে জড়িত দুর্ঘটনাগুলি অনেকটাই হ্রাস হবে।