ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট।। ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের জেনারেল বডি মিটিং অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। মূলতঃ একক এজেন্ডা নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বিকেল পাঁচটায় স্মার্ট বাজারে, তৃতীয় তলে ত্রিপুরা জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের এই জেনারেল বডি মিটিংয়ে অনুমোদিত সব কটি ক্লাব, ইউনিটকে সর্বাধিক দুজন প্রতিনিধি পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। বৈঠকের আলোচ্য সূচিতে পশ্চিম জেলা জিমন্যাস্টিক্স অ্যাসোসিয়েশন গঠন করা হবে বলে উল্লেখ রয়েছে। কার্যকরী কমিটির সকল সদস্য, অনুমোদিত ইউনিট এবং ক্লাব প্রতিনিধিদের যথাসময়ে জেনারেল বডি মিটিংয়ে উপস্থিত থাকার জন্য ত্রিপুরার জিমন্যাস্টিক্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বেশ্বর নন্দী (দ্রোণাচার্য) অনুরোধ জানিয়েছেন।
2023-08-12