শিমলা, ১২ আগস্ট (হি.স): খারাপ রাস্তার কারণে হিমাচল প্রদেশের মান্ডি জেলায় দুর্ঘটনার কবলে পড়ল হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এইচআরটিসি)-র একটি বাস। এই দুর্ঘটনায় মোট ১২ জন যাত্রী আহত হয়েছেন, তাঁদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর। ৮ জন সামান্য আহত হয়েছেন। সুন্দরনগর ইউনিটের বাসটি শিমলা অভিমুখে যাচ্ছিল, খারাপ রাস্তার কারণে শনিবার সকালে মান্ডি জেলায় দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকালে শিমলার দিকে আসছিল ওই বাসটি, তার আগে রাস্তায় ধস নামে, বাসটি কাদায় আটকে পড়ে। দুর্ঘটনায় চালক-সহ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ৪ জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরও চিকিৎসা চলছে। সুন্দরনগরের ডিএসপি দীনেশ কুমার জানান, যাত্রীরা সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে।