ধর্মনগর ২০১৯ সালের এক খুনের আসামীকে  যাবজ্জীবন  কারাদণ্ডে দণ্ডিত করল আদালত।

আগরতলা ,১১ আগস্ট :  শুক্রবার  এই সাজার আদেশ জারি করেন সেশন জাজ অংশুমান দেববর্মা।

ধর্মনগরের হাফলং গ্রামে ২০১৯ সালে লক্ষ্মী মুন্ডা নামে এক মহিলাকে ঘরের ভেতর খুন করেছিল সঞ্জয় মন্ডা নামে এক ব্যক্তি। সেই  সময় এলাকাবাসী মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখে পুলিশের খবর দেয়। ধর্মনগর পুলিশ এই ব্যাপারে একটি খুনের মামলা নিয়ে তদন্ত শুরু করে এবং সঞ্জয় মুন্ডাকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানির পর শুক্রবার ছিল মামলাটির চূড়ান্ত রায় ঘোষণার দিন। ২৮ জন সাক্ষীর সাক্ষ্য  দান  শেষে জেলা সেশন জাজ অংশুমান দেববর্মা এই সাজা শোনান। শুক্রবার আসামি সঞ্জয় মুন্ডা কে যাবজ্জীবন  কারাদন্ডে দণ্ডিত করেন। পাশাপাশি  ৫০০০ টাকা জরিমানার রায় দেন আদালত। আর তা অনাদায়ে আরো ছয় মাসের অতিরিক্ত কারাদণ্ডের আদেশ জারি করেন সেশন জজকোর্ট।