মুম্বই, ১০ আগস্ট (হি.স .) : ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া । এই নিয়ে তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রাখা হল। একইসঙ্গে রিভার্স রেপো রেট-ও অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৬.৫০ শতাংশেই রেপো রেট স্থির রাখা হয়েছে। তিনি বলেন, “সমস্ত দিক পর্যালোচনা করে মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে রাখা হয়েছে।” এদিন আরবিআই প্রধান জানান, মনিটারি পলিসি কমিটির ৬ জন সদস্যের মধ্যে ৫ জনই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধির উপরই জোর দিয়েছে। বিগত কয়েক মাসে যে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শক্তিকান্ত দাশ।
2023-08-10