ডেঙ্গুর রোধে সক্রিয় পুর নিগম

.আগরতলা,১০ আগস্ট : আজ সকাল থেকে ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগরতলা পুর নিগমের নর্থ জোনালের ১৩নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত পরিবার ও সম্পূর্ণ এলাকায় মশা নিধনের জন্য ধোঁয়া ও ঔষধ দেওয়ার কাজ শুরু করেছে এবং আগামী দিনেও এই ভাবে প্রতিটি ওয়ার্ডেই করা হবে বলে জানানো হয়েছে পুর নিগমের তরফে। পাশাপাশি জোনাল চেয়ারম্যান আবেদন করেন পুর নিগম এলাকায় বসবাসকারী সকল নাগরিকরা যাতে নিজ নিজ বাড়িঘরের আবর্জনা জত্রতত্র  রাস্তা এবং ড্রেনে না ফেলে মাসে ৬০টাকার বিনিময়ে সাফাই কর্মীদের হাতে তুলে দিয়ে নিজেদের এলাকাকে পরিচ্ছন্ন রেখে এক ত্রিপুরা সুস্থ্য ত্রিপুরা গড়ে তুলতে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ,সেনিটারি ইন্সপেক্টর এবং ওয়ার্ড সেক্রেটারি এবং এলাকার নাগরিকগণ।

এদিকে সিপাহীজলা জেলায় ডেঙ্গুর সংক্রমণ ধীরে ধীরে নিন্মমুখী হচ্ছে। গত ৩-৪ দিনে ডেঙ্গু সংক্রমণের ঘটনা খুবই কম। আজ সোনামুড়ায় সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সিপাহীজলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যে ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে বলে  আশা ব্যাক্ত করেছেন জেলাশাসক। তার মতে তা সম্ভব হয়েছে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারনে। অন্যদিকে সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ সিনহা জানিয়েছেন গত  মাসের ১৩ তারিখ থেকে আজ পর্যন্ত সোনামুড়া মহকুমায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন। তার মধ্যে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৯ জন। তাদের দেহে এন.এস ওয়ান টেস্টে ডেঙ্গুর জীবাণু ধারা পড়েছে। বর্তমানে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জ্বর নিয়ে ভর্তি রয়েছে ২২ জন রোগী। মূলত গত মাসের মাঝামাঝি সময় থেকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। জেলার বিশালগড় মহকুমায় বিচ্ছিন্ন ভাবে তার সামান্য প্রভাব লক্ষ করা গেলেও সংক্রমণের প্রায় ৯৯ শতাংশই ছিল সোনামুড়ার ধনপুরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *