আগরতলা,১০ আগস্ট: . ভারতের নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২০ বক্সনগর ও ২৩ ধনপুর আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে। আজ সচিবালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার দুটো শূন্য আসনের উপনির্বাচনে আজ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজ থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। তিনি বলেন মনোনয়নপত্র জমার শেষ দিন ১৭ ই আগস্ট। মনোনয়নপত্রগুলো পরীক্ষা করা হবে আগামী ১৮ ই আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২১ শে আগস্ট। ভোট গ্রহণ করা হবে আগামী ৫ই সেপ্টেম্বর এবং ভোট গননা আগামী ৮ ই সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল জানিয়েছেন, ২০ বক্সনগর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৩ হাজার ৮৭ জন। এদের মধ্যে সার্ভিস ভোটার ৭৫ জন। ৮০ বছরের উর্ধে ভোটারের সংখ্যা ৫১০ জন এবং দিব্যাংগ ভোটার রয়েছেন ৯৮ জন। ২৩ ধনপুর কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৫০ হাজার ১৪৭ জন। এদের মধ্যে সার্ভিস ভোটার ৮৫ জন। ৮০ বছরের উর্ধে ভোটারের সংখ্যা ৭০৭ জন এবং দিব্যাংগ ভোটার রয়েছেন ২৬৫ জন। দুটি কেন্দ্রে বৃদ্ধ এবং দিব্যাংগ ভোটাররা নিজেদের পছন্দ মতো ভোট কেন্দ্রে গিয়ে অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারবেন। এই ক্ষেত্রে আগামী ৫ দিনের মধ্যে তাদের পছন্দ জানাতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন বক্সনগর কেন্দ্রে মোট পোলিং স্টেশন রয়েছে ৫১ টি যার মধ্যে তিনটি স্পর্শকাতর এলাকায় এবং ধনপুর কেন্দ্রে মোট পোলিং স্টেশন ৫৯ টি। উপনির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আজই প্রশাসনের আধিকারিক রাজ্য পুলিশের মহানির্দেশক এবং প্যারামিলিটারি ফোর্সের আধিকারিকদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি বলেন উপ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচার এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে খরচের মাত্রার উপর নজরদারী চালানো হবে। তাছাড়া প্রার্থীদের সম্পূর্ণ ভাবে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। যেহেতু সিপাহীজলা জেলায় এই দুটি উপনির্বাচন সম্পন্ন হবে সেই কারনে গোটা জেলাতেই নির্বাচনী আচরণ বিধি লাগু করা হয়েছে বলে জানিয়েছেন মূখ্য নির্বাচনী আধিকারিক শ্রী আগরওয়াল। তিনি এই উপনির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
2023-08-10