উপজাতিদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন প্রদেশ কংগ্রেস

আগরতলা,১০ আগস্ট: .. এবার উপজাতিদের হয়ে আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বুধবার জনজাতি দিবস পালিত হয় প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। ইতিমধ্যেই তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতৃত্বদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। 

এদিন আশিস কুমার সাহা বলেন, উপনির্বাচন নিয়ে বৃহস্পতিবার দিল্লির নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। উপ নির্বাচন নিয়ে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে।

এদিকে এদিন বৈঠকে উপ জাতিদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার পাশাপাশি সকল রাজ্য নেতৃত্বই উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কিছুদিনের ভেতর জনজাতি জনগোষ্ঠীর লোকেদের থেকে প্রদেশ কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান করা হবে। সদস্য সংগ্রহ করা হবে অফলাইনের মাধ্যমে। তাছাড়া উপজাতি জেলা পরিষদের 125 তম সংশোধনী বিল যা কংগ্রেসের নেতৃত্বে  বারো বছর আগে সংসদে বিল আকারে পাস করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু গত ৯ বছরে বিজেপি সরকার যা করে উঠতে পারেনি। সেই বিলে ছিল ষষ্ঠ তহশীলে অধিক ক্ষমতা প্রদান করা। উপজাতি স্বশাসিত জেলা পরিষদে ডাইরেক্ট ফান্ডিং এর ব্যবস্থা করা। উপজাতি এলাকায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা সহ একাধিক জনকল্যাণমুখী দাবি ছিল। সেই দাবিগুলি নিয়ে ত্রিপুরা উপজাতি কংগ্রেস প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে ডিসেম্বর মাসে দিল্লিতে এক ধর্না কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের এই বৈঠকে। অপরদিকে কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যেখানে দিল্লি থেকে অজয় কুমার ও অংশগ্রহণ করবেন এবং রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের দুটি উপনির্বাচন নিয়ে আলোচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *