সাংসদ ফিরে পেতেই সংসদে ফিরলেন রাহুল গান্ধী, ‘জিন্দাবাদ’ স্লোগানে অভিবাদন কংগ্রেস নেতাকে

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): সাংসদ পদ ফিরে পেতেই সংসদে ফিরলেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার দুপুরে সংসদে এসে সর্বপ্রথম সংসদ চত্বরে অবস্থিত গান্ধীমূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। এরপর সংসদে প্রবেশ করেন। ‘রাহুল গান্ধী জিন্দাবাদ’ স্লোগানে অভিবাদন জানানো হয় কংগ্রেস নেতাকে। সাংসদ পদ ফিরে পাওয়ার আনন্দ রাহুলের চোখে-মুখেও দেখা গিয়েছে এদিন। ইন্ডিয়া জোটের সাংসদরা সংসদ চত্বরে রাহুল গান্ধীকে উষ্ণ অভিবাদন জানান।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভার সচিবালয়। সোমবার কেরলের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভা সচিবালয়। রাহুল আবারও ফিরে পেয়েছেন নিজের সাংসদ পদ। এ বিষয়ে সোমবার লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সাংসদ পদ ফিরে পাওয়ার পর সোমবারই টুইটারে নিজের বায়ো পরিবর্তন করেছেন রাহুল গান্ধী।