(আপডেট ) এবার ‘পিস ট্রেন’ চালু করতে চান রাজ্যপাল সি ভি আনন্দ

কলকাতা, ৬ আগস্ট (হি.স.): ভোটের আগে রাজভবনে ‘পিস রুম’ চালু করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল ।

রবিবার ‘অমৃত ভারত’ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এবার রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফের হিংসা নিয়েও সরব হলেন তিনি। রাজ্যপালের এই আচরণের তীব্র সমালোচনায় সরব রাজ্যের ঘাসফুল শিবির।

প্রসঙ্গত, আজ ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-র আওতায় দেশজুড়ে ৫০৮টি রেল স্টেশনের পুনর্বিকাশের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। এদিন রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যকে নিশানা করেন রাজ্যপাল। তিনি বলেন, “বাংলার দুই শত্রু দুর্নীতি ও হিংসা।” এর আগেও একাধিকবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগেও হিংসা নিয়ে সরব হন সি ভি আনন্দ বোস। দুর্নীতি নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছে তাঁকে। এছাড়া রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানান তিনি। ওই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিংয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *