আগরতলা, ৬ আগস্ট : তৃতীয় ত্রি-বার্ষিকী সম্মেলনের মধ্যে দিয়ে পুনর্গঠিত হলো ফটিকরায় মন্ডলের অন্তর্গত জাতীয়তাবাদী কর্মচারী কো-অর্ডিনেটর কমিটির। বিপুল সংখ্যক কর্মচারীদের উপস্থিতিতে রবিবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ফটিকরায় মন্ডলের অন্তর্গত জাতীয়তাবাদী কর্মচারী কো-অর্ডিনেটর কমিটির নতুন কমিটির প্রেসিডেন্ট হন রতিশ দেবনাথ ,জেনারেল সেক্রেটারি ডিপ সোম , জেনারেল সেক্রেটারি অঞ্জন দাস সহ ১২ জনকে বিভিন্ন পদের দায়িত্ব তুলে দিয়ে কর্মীটির কোর- কমিটি গঠন করা হয়। এই দিনের কর্মচারী সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস ,জেলা সভাধিপতি অমলেন্দু দাস , মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ তীয়তাবাদী কর্মচারী কো-অর্ডিনেটর কমিটির দায়িত্বপ্রাপ্তরা। মন্ত্রী এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেন “শুধু হল ভর্তি কর্মচার্রীদের উপস্থিতিতা প্রমাণিত নয় যে উপস্থিত সকল কর্মচারীরা জাতীয়তাবাদী আদর্শে আদর্শিটি হয়ে তারা সম্মেলন কিংবা কখনো মিছিল মিটিংয়ে উপস্থিত হন। যারফল এবারকার ২০২৩ বিধানসভা নির্বাচনের কর্মচারীদের ভোট প্রদান। সুতরাং রাষ্ট্রবাদী সরকারের আদর্শে আদর্শিত না হলে চাকরি বাঁচাতে ট্রান্সফারের ভয়ে কোনো মিছিল মিটিং সম্মেলনে উপস্থিত হতে হবেনা মন্ত্রী সুধাংশু দাস এইদিনের কর্মচারী সম্মেলনে এমনটাই বক্তব্য রাখেন। সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগে কর্মচারীদের এই সম্মেলনে মন্ত্রী ইন্ডিয়া জোট নিয়ে তীব্র মন্তব্য করেন। তিনি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে যেইভাবে মানুষকে খুন করা হয়েছে বেলেট বাক্স নিয়ে কারচুপি সিপিআইএম এর কর্মীদের খুন করছে কংগ্রেস , বিজেপিকে খুন করছে। সেই তৃণমূল নেত্রী মমতাকে সঙ্গে নিয়েই আবার রাহুল,নীতিশ ,সীতারাম ইয়েচুরিদের বিরোধী জোট। রাজ্যে একে ওপরের রক্ত খাচ্ছে বেঙ্গালোরে বসে মিটিং করছে।
2023-08-06

