বি এস এফ ও বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত, আলোচনা হয় সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে

আগরতলা, ৫ আগস্ট : শনিবার অনুষ্ঠিত হল বিএসএফ এবং বিজিবি – এর নোডাল অফিসারদের মধ্যে এক সমন্বয় সভা। 

এদিনের এই বৈঠকে মূলত ভারত-বাংলাদেশ সীমান্তে(বাংলাদেশের দিকের) বিশেষ করে পূর্ব সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং অবমূল্যায়নের উন্নতির জন্য সমস্যাগুলি সমাধানের জন্য আগামীদিনেও 

এধরনের বৈঠক অব্যাহত থাকবে বলে জানা গেছে। 

এই সভায় ভারত ও বাংলাদেশ দু দিক থেকেই প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করেছেন। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন  সরোজ কুমার সিং, পিএমজি, পিএমএমএস, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, নোডাল অফিসার বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। এদিকে বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এস এম শফিকুল রহমান, পিএসসি, জি+ ডিরেক্টর, নোডাল অফিসার দক্ষিণ পূর্ব অঞ্চল, চট্টগ্রাম।