শ্রীনগর, ৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৩ জন জওয়ান। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার হালান বনাঞ্চল এলাকায় এই এনকাউন্টার শুরু হয়। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছিলেন এই ৩ সেনা জওয়ান, পরে তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই এনকাউন্টার প্রসঙ্গত কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার বলেছেন, সন্ত্রাসবাদীদের খুঁজে বের করতে অভিযান আরও জোরদার করা হয়েছে। একইসঙ্গে তিনি বলেছেন, এনকাউন্টারস্থল ঘন বনাঞ্চল, অন্ধকার ও দুর্গম হওয়ার কারণে অভিযানে বিঘ্ন হচ্ছে। শনিবার সকালের আলো ফুটতেই ফের শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিরা সম্ভবত ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে।