রাজ্যে ১০০ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে : শনিবার উনকোটি জেলায় ইন্দ্রধনুশ ৫.০ এর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী 

আগরতলা, ৫ আগস্ট : নবজাতক শিশু, গর্ভবতী মহিলা ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই দেশের সার্বজনীন টীকাকরণ কর্মসূচির অঙ্গ হিসাবে এই বছরও আগস্ট মাস থেকে দেশব্যাপী ইন্টেন্সিফায়েড মিশন ইন্দ্র ধানুশ ৫.০ টিকাকরণ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ঊনকোটি জেলার কৈলাশহরস্থিত ঊনকোটি কলা ক্ষেত্রে ইন্টেন্সিফায়েড মিশন ইন্দ্র ধানুশ কর্মসূচির রাজ্যভিত্তিক সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সুচনা করেন। পরবর্তী সময় শূন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা খাইয়ে দিয়ে মিশন ইন্দ্র ধানুশ ৫.০ টিকাকরণ কর্মসূচির আনুষ্ঠানিক সুচনা করেন মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের উপর আস্তা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্য কেন্দ্রে কিংবা স্বাস্থ্য কর্মীদের উপর আক্রমণের ঘটনা কাম্য নয়। স্বাস্থ্য কেন্দ্রে কিংবা স্বাস্থ্য কর্মীদের উপর আক্রমণের ঘটনা ঘটলে চিকিৎসকরা পরবর্তী সময় কোন ধরনের ঝুকি নিতে চান না। ফলে গুরুতর আহত কোন রোগীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাথে সাথে রেফার করে দেন অন্যত্র। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও রোগীর পরিবারের লোকজনদের সাথে ভালো ব্যবহার করতে হবে। হাসপাতাল গুলিকে মন্দিরের দৃষ্টিতে দেখতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সম্মান করতে হবে। পূর্বের তুলনায় বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। সাব্রুমের মৈত্রী সেতু চালু হয়ে গেছে দক্ষিন-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে যাবে সাব্রুম।

 ব্যবসায়ীদের জন্য একটা নতুন দ্বার খুলে যাবে। মৈত্রী সেতু দিয়ে সোজা চিতাগাং বন্দর হয়ে ভারতের যে কোন জায়গায় ব্যবসার সুযোগ হয়ে যাবে। ইতিমধ্যে রাজ্যে ডেন্টাল কলেজ চালু হয়ে গেছে। ৫০ আসনের ডেন্টাল কলেজে আগামি মাস থেকে ক্লাস শুরু হয়ে যাবে। ৫০ আসনের সরকারি নার্সিং কলেজের উদ্বোধন করা হয়েছে সম্প্রতি। ইতিমধ্যে চা শ্রমিক কল্যাণ প্রকল্পে ঊনকোটি জেলায় ৪৭৫ জন চা শ্রমিককে জায়গার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। নতুন করে রাজ্যে ১০০ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে। তার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থের সংস্থান এইবারের বাজেটে রাখা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী সুধাংশু দাস, স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু, জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা শুভাশিস দাস সহ অন্যান্যরা। এই বছর মোট তিন ধাপে ইন্টেন্সিফায়েড মিশন ইন্দ্র ধানুশ ৫.০ কর্মসূচি পালন করা হবে। প্রথম রাউন্ড হবে ৭ আগস্ট থেকে ১২ আগস্ট। দ্বিতীয় রাউন্ড হবে ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর। তৃতীয় রাউন্ড হবে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর। এই কর্মসূচিতে রাজ্যের সমস্ত জেলায় শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত যেসব শিশুরা নিয়মিত টিকাকরণের আওতায় টিকা নেয় নি এবং গর্ভবতী মহিলা যারা নিয়মিত টিকা নেয়নি, তাদের টিকা দেওয়া হবে। রাজ্য থেকে হাম-রুবেলা নির্মূলিকরণের উদ্দেশ্যে মিশন ইন্দ্র ধনুষ ৫.০ কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *