আগরতলা, ৪ আগস্ট : রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। গতকাল সাংবাদিক সম্মেলনে ধনপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবরটি অস্বীকার করলেন স্বাস্থ্য দপ্তরের প্রিভেনটিভ মেডিসিন শাখার অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক।
প্রসঙ্গত, বুধবার ধনপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সুভাষ সরকার(৭২)-র মৃত্যু হয়েছিল। সেই খবরটি প্রকাশ্যে ছড়িয়ে পড়তেই জনমনে ডেঙ্গু নিয়ে আতঙ্ক আরও বেড়েছে। জানা গেছে, সুভাষ সরকার গত ২৭ জুলাই ধনপুর শঙ্খমুড়া থেকে জ্বর নিয়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিলেন।সেখানে তাঁর ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল।টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। তখন তাঁকে কতর্ব্যরত চিকিৎসক ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু রোগীর আত্মীয় পরিজনেরা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না করিয়ে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন।
বেসরকারি হাসপাতালে সুভাষ সরকার সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই ঘটনায় গোটা ধনপুর শঙ্খমুড়া এলাকায় জনমনে ডেঙ্গু নিয়ে আতঙ্ক আরও বেড়েছে।
গতকাল সাংবাদিক সম্মেলনে সুভাষ সরকারের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরটি রাজ্য স্বাস্থ্য দপ্তর অস্বীকার করেছে। স্বাস্থ্য দপ্তরের প্রিভেনটিভ মেডিসিন শাখার অধিকর্তা ডাঃ সুপ্রিয় মল্লিক বলেছেন, ওই ব্যাক্তির ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা, প্রয়োজনে তদন্ত করে দেখা হবে। তিনি এদিন স্পষ্ট ভাবে জানিয়েছেন, ওই ব্যক্তির মৃত্যু ডেঙ্গুতে নয়। অন্যান্য উপর্সগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যু হয়েছে সেই উপসর্গ থাকার কারণেই।
তাঁর কথায়, রাজ্যে ডেঙ্গু এখনো পর্যন্ত মারাত্মক আকার ধারণ করে নি। আপাতত জনগণের ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।