কাকুর নথি নিতে এসএসকেএম হাসপাতালে ইডির আধিকারিকরা

কলকাতা, ৪ আগস্ট (হি. স.) : হাই কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ নিতে চলেছে ই ডি। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের রিপোর্ট জোগাড় করতে শুক্রবার এসএসকেএম হাসপাতালে এলেন ইডির আধিকারিকরা। হাসপাতাল থেকে তাঁরা বেশ কিছু নথি নিয়ে গিয়েছেন বলেই খবর।

গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর মৃত্যু হয়। স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেল থেকে বেরনোর অনুমতি পান শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদ বাড়ায় কলকাতা হাই কোর্ট।
প্যারোল শেষের পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর।

কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাই কোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।
এরপরই ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্যপরীক্ষায় ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আগামী বুধবারের মধ্যে ইডিকে এই বোর্ড গঠনের কথা বলা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরুক করল ইডি। শুক্রবার সকালেই এসএসকেএমে গিয়ে রিপোর্ট জোগাড় করলেন আধিকিকারিকরা।