রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : অধীর চৌধুরী

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী পদবী মামলায় শুক্রবার রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জেলে যাওয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। ফলে মোদী পদবী মামলায় গুজরাটের সুরাট আদালত যে নির্দেশ দেয়, তা এই মুহূর্তে কার্যকর হবে না। শীর্ষ আদালতের এই রায়ে খুশি প্রকাশ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর বলেছেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।

অধীরের কথায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত রাহুল গান্ধীর জন্য বড় স্বস্তি। রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে…আমরা স্পিকারের সঙ্গে দেখা করেছি এবং উত্থাপন করেছি যে রাহুল গান্ধীকে সংসদে অনুমতি দেওয়া উচিত…রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ প্রত্যাহার করা উচিত…আমি স্পিকারের কাছে চিঠিও দেব। এদিকে, শীর্ষ আদালতের রায়ের পর আনন্দে মেতে উঠেছে কংগ্রেস শিবির।