কলকাতা, ৪ আগস্ট (হি.স.): প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আগের থেকে ভালই আছেন। সর্বদা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শুক্রবার সকালে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেবের সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। রক্তপরীক্ষার রিপোর্ট নতুন করে উদ্বেগ বাড়ায়নি। তাঁকে অল্প স্যুপ খাওয়ানো হয়েছে।
সকালের বুলেটিনে জানানো হয়েছে, বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। বুদ্ধদেবকে দেখেছেন পালমনোলজিস্ট ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুকের ইউএসজি রিপোর্ট পেয়ে কিছুটা স্বস্তির লক্ষণ দেখছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকেলে বুকের ইউএসজি হয়েছিল অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। সন্ধ্যায় সেই পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসকেরা জানান, বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে এখনই অস্বস্তির কিছু পাননি তাঁরা। বৃহস্পতিবার সন্ধ্যার মেডিক্যাল বুলেটিনে বলা হয়, আপাতত পরিস্থিতির কোনও অবনতি হয়নি। নতুন কোনও চিকিৎসা শুরু করারও প্রয়োজন হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর জ্ঞান রয়েছে। তিনি চিকিৎসকদের কথায় সাড়া দিচ্ছেন।

