ইম্ফল, ৪ আগস্ট (হি.স.): মণিপুরে হিংসা থামার নামই নিচ্ছে না। বৃহস্পতিবারও বেশ কয়েকটি জায়গায় গুলি চলে। গুলি চলার ফলে এক পুলিশকর্মী সহ দুজনের মৃত্যু হয়েছে। কয়েকজন মানুষ আহত হন। শুক্রবার, পুলিশের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার ইম্ফলের পশ্চিম এলাকায় গুলি চলে। এই ঘটনায় মাথায় গুলি লেগে এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।
কাউতরুক, হারোথেল ও সেনজাম চিরাং এলাকায় দুর্বৃত্ত ও নিরাপত্তা কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিতে নিরাপত্তারক্ষী সহ দুজন আহত হয়েছেন। এরই মধ্যে পাশের পাহাড়ি এলাকায় গোলা-গুলির কারণে আরও এক নাগরিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুর জেলার কাংওয়াই এবং ফোগাকচাও এলাকায় সংঘর্ষ বাধে। এই ঘটনায় কমপক্ষে আহত হয়েছেন ১৯ জন।
উল্লেখ্য, গত ৩ মে থেকে মণইপুরে একনাগারে হিংসার ঘটনা ঘটছে। সরকার ও প্রশাসন শান্তি ফিরিয়ে আনার জন্য সবরকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

