কলকাতা, ৪ আগস্ট (হি. স.) : হাওড়া জেলার ডোমজুর থানার অন্তর্গত সরস্বতী সেতুর কাছে একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১৬৪.৫৩ কেজি। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে সিআইডি এই তথ্য জানিয়েছে। সিআইডি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য পাওয়ার পরে, জাতীয় সড়ক ১৬-এর অঙ্কুরহাটিতে সরস্বতী সেতুর কাছে গাড়িটিকে আটক করা হয়েছিল। তল্লাশি করে এর ভিতরে ১৬৪.৫৩ কেজি গাঁজা পাওয়া যায়। গাড়ি থেকে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বাপন শেখ ও ঝন্টু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছেন, গাঁজা আনা হয়েছিল ওড়িশা থেকে। সে গাঁজা বিক্রি করতে নদীয়া যাচ্ছিল। শুক্রবার বিকেলে ধৃতদের হাওড়া আদালতে পেশ করা হয়।

