বিশেষভাবে সক্ষম মহিলা ক্রিকেটারের ভূমিকায় এবার সাইয়ামি খের আর কোচের ভূমিকায় অভিষেক বচ্চন । আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ”ঘুমার” । কথা ছিল বৃহস্পতিবার মুক্তি পাবে ”ঘুমার”-এর ট্রেলার । কিন্তু পিছিয়ে গেল ”ঘুমার”-এর ট্রেলার মুক্তি ।
ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ । বুধবার প্রকাশ্য এসেছে ছবির টিজার । পাশাপাশি ট্রেলার মুক্তির তারিখও প্রকাশ্যে আসে । আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যে আসার কথা ছিল এই ছবির ট্রেলার । কিন্তু জানা যাচ্ছে ৪ তারিখ অর্থাৎ শুক্রবার প্রকাশ্যে আসবে এই ছবির ট্রেলার । জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন দেসাইয়ের মৃত্যুর খবরে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পিছিয়ে দেওয়া হল ট্রেলার মুক্তির তারিখ ।