ইভিএমের সঙ্গে ভিভি প্যাড লাগিয়ে সত্যতা প্রমাণ করুন, মমতাকে পাল্টা আক্রমণ শুভেন্দুর–লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে ৩৬ আসন তুলে দেওয়ার শপথ শুভেন্দুর

দুর্গাপুর, ৩ আগস্ট (হি. স.) ”ইন্ডিয়া লিখলেই ভারতীয় হওয়া যায় না। রাষ্ট্রবাদী হওয়া যায় না। বৃটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নামে আমাদের দেশে ব্যাবসা করেছে। ইন্ডিয়ান মুজাহিদ্দীন কাশ্মীরে জঙ্গিহানা করেছে। তাই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালি করতে আগলি বার ৪০০ পার। আর লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে ৩৬ আসন তুলে দেওয়ার শপথ নিন।” বৃহস্পতিবার বিকালে দুর্গাপুরের কল্পতরু ময়দানে জনসভা থেকে এভাবে শপথ নেওয়ার আর্জি জানালেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ইভিএমের সঙ্গে ভিভি প্যাড লাগিয়ে সত্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভায় ইভিএম হ্যাকিংয়ের আশঙ্কার পাল্টা জবাব দেন তিনি।
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত হওয়া পঞ্চায়েত নির্বাচনের হিংসার আগুন এখনও ধিক ধিক করে জ্বলছে। এখনও দুর্গাপুর সহ বেশ কিছু পুরসভায় মেয়াদ শেষের পরও নির্বাচন হয়নি। তার ওপর ভোট লুট ও কারচুপির অভিযোগে সরব বিজেপি। আগামী বছর লোকসভা নির্বাচন। আর ওই নির্বাচনে পশ্চিমবঙ্গে ৩৫ টি আসনের টার্গেটে ময়দানে নেমেছে বিজেপি। ইতিমধ্যে জেলায় জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পর্ক দৃঢ় করতে আসরে নেমেছে বিজেপি। এদিন বিকালে দুর্গাপুরের কল্পতরু ময়দানে ছিল বিজেপির জনসভা। সভায় মুল বক্তা ছিলেন বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সভায় বক্তব্যের শুরু থেকে রাজ্যের তৃণমূল ও সিপিএমকে একই কাঠগড়ায় দাঁড় করিয়ে চাঁছাছোলা আক্রমণ করেন তিনি। এদিন শুভেন্দু অধিকারি সিপিএমকে আক্রমণ করে বলেন,” ২০১১ সালে সিপিএমের বিরোধী দলনেতা ছিল। বেঙ্গালুরুতে সীতারাম ইয়েচুরির সঙ্গে ভাব, ভালোবাসা, পিরিতি তৈরী হয়ে গেছে তৃণমূলের। দিল্লিতে দোস্তি আর রাজ্যে কুস্তি করা যায় না। আপনারা কিছু বললে মানুষ বিশ্বাস করে না। বিজেপি লাগাতার সংগ্রাম করে। তাই মানুষ বিশ্বাস করে। আর তাই নিচু তলার সিপিএম কর্মীদের বলছি, চোর পিসি ভাইপোকে তাড়াতে বিজেপিতে আসুন।” তিনি আরও বলেন,” বিধানসভায় হাসপাতাল খুলতে বললে, বলে টাকা নেই। রাস্তা করতে টাকা নেই। আর বালি চুরি, ম্যাঙ্গানিজ চুরি, আয়রন চুরি, য়লা চুরি করে ফাঁক করে দিয়েছে তোলামুল। বীরভুম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার এসপি ৪৩ কোটি টাকা করে তুলে নিয়ে চলে গেছে। আইপিএসরা যদি ৪৩ কোটি তোলে তা হলে ভাইপোমনি কত কোটি তুলেছে ভাবুন। থাইল্যান্ডের ব্যাংককে কাশিকর্ন শাখায় রুজিরার অ্যাকাউন্টে কত কোটি টাকা গেছে হদিশ উঠে এসেছে।”

তিনি আরও বলেন,” রাজ্যে ২ কোটি বেকার। নতুন কর্ম সংস্থান নেই। ৫০ লক্ষ পরিযায়ী শ্রমিক। রাজ্যে ৩০ লক্ষ রাজ্য সরকারের স্থায়ী চাকরি ফাঁকা। ১৭ সালে পিএসসির শেষবার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। পুলিশ নিয়োগ বোর্ড উঠে গেছে। পিএসসি, স্টাপ সিলেকশন বোর্ড তুলে দিয়েছে। এসএসসিকে দুর্নীতিতে তুলেছে। ১২ বছরে কোন নিয়োগ নেই। ৭০ টার বেশী পুরসভায় নিয়োগে দুর্নীতি। রাজ্যে দুর্নীতি আর তৃণমূল সমার্থক হয়ে গেছে। তাই তোলামুলের হাত থেকে পরিত্রাণ পেতে মানুষকে জোট বাঁধতে হবে।”
তিনি আরও বলেন,” কর্পোরেশন, পুরসভায় ভিভি প্যাড ছাড়া ভোট করে জেতে তৃণমূল। পঞ্চায়েত ভোটে ডাকাতি করেছে। কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, ব্যালট চোর মমতা ব্যানার্জীর তৃণমূলকে তাড়াতে হবে।” তিনি বলেন,”মুলায়ম সিংয়ের মত পরিবারকে ফুলে ফেপে তুলতে চাইলে সাইকেল চিহ্নে ভোট দেবেন। চারা ঘোটালা চাইলে লালু প্রসাদের হ্যারিক্যানে ভোট দেবেন। কয়লা, বালি চোর, ব্যালট চোর, গরু চোর চাইলে তোলামুলকে ভোট দেবেন। আর নিজের পরিবার, নিজের সমাজের, দেশের ভালো চিন্তা করলে বিজেপিকে ভোট দেবেন। তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীর হাত শক্তিশালি করবেন।”

তিনি বলেন,” ইন্ডিয়া লিখলেই ভারতীয় হওয়া যায় না। রাষ্ট্রবাদী হওয়া যায় না। বৃটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানীর নামে আমাদের দেশে লুট করে পালিয়ে গেছে। ইন্ডিয়ান মুজাহিদ্দীন কাশ্মীরে জঙ্গিহানা করেছে। নরেন্দ্র মোদীর হাত শক্তিশালি করতে আগলি বার ৪০০ পার। ৪০০ আসন তুলে দিয়ে নরেন্দ্র মোদীর হাত শক্তিশালি করব।” তিনি আরও বলেন,” আফগানিস্থানে যেরকম হয়েছিল। ধর্ম ছাড়ো, না হয় দেশ ছাড়ো। পশ্চিমবঙ্গে সেরকম আশঙ্কা করছি। তাই পাক অধিকৃত কাশ্মীর ফিরে পেতে পারি, তার লড়াই চলছে। তাই নরেন্দ্র মোদীর হাত শক্তিশালি করতে আগামী লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে ৩৬ আসন তুলে দেবো। এটাই আমাদের দেওয়ার শপথ।”
এদিন মমতা ব্যানার্জী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী লোকসভায় এনএডিএ ইভিএম হ্যাক করার পরিকল্পনা করেছে। তার পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী চাঁছা ছোলা আক্রমণ করে বলেন,” মমতা ব্যানার্জীর নেতৃত্বে পঞ্চায়েত ভোটে বিডিও, এসডিও, পুলিশকে দিয়ে কারচুপি করেছে, ভোট লুট করেছে। তাই এসব বলার আগে ইভিএমের সঙ্গে ভিভি প্যাড লাগিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *